ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বৈষম্য দূরীকরণ সম্পত্তিতে নারীর সমান অধিকার চায় বিএনপিএস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, মে ১৮, ২০২৩
বৈষম্য দূরীকরণ সম্পত্তিতে নারীর সমান অধিকার চায় বিএনপিএস

ঢাকা: সব ধর্ম ও লিঙ্গের নাগরিকের জন্য উত্তরাধিকারের সমব্যবস্থা প্রণয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ আবশ্যক। উত্তরাধিকারের প্রচলিত আইনটি সংবিধানের অঙ্গীকার অনুযায়ী মৌলিক অধিকারের অন্যতম ভিত্তি ‘বৈষম্যহীনতার’ সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

বৈষম্যমূলক উত্তরাধিকার আইনের যৌক্তিক ও আইনগত ভিত্তি নেই। তাই উত্তরাধিকারসহ সম্পদ ও সম্পত্তিতে নারীর সমান অধিকার চেয়েছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)।

বৃহস্পতিবার (১৮ মে) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বৈষম্য দূর করার জন্য উত্তরাধিকারসহ সম্পদ ও সম্পত্তিতে নারীর সমান অধিকার চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলা হয়। বৈঠকের ধারণাপত্র পাঠ করেন বিএনপিএস’র সহ-সমন্বয়কারী কানিজ ফাতেমা।

ধারণপত্রে বলা হয়, স্বাধীনতার ৫০ বছর পরও ১৯৬১ সালে পাকিস্তানের সামরিক মাসেক কর্তৃক প্রণীত বৈষম্যমূলক ধর্মভিত্তিক পারিবারিক আইনের বলে উত্তরাধিকারসহ সম্পন্ন ও সম্পত্তিতে সমান অধিকার পাওয়া থেকে বাংলাদেশের নারীসমাজকে বঞ্চিত করা হচ্ছে। অথচ মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আইন বাতিল হয়ে যাবে বলে সংবিধানের ২৬ (১) ও ২৬ (২) ধারায় সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে।

আমরা মনে করি, একটি স্বাধীন দেশে এমন দ্বৈত ব্যবস্থা সুস্পষ্টভাবেই সংবিধান লঙ্ঘন। তা ছাড়া, এর মাধ্যমে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন ৭ (২) হিসেবে সংবিধানের প্রাধান্য খর্ব হয়। কাজেই এ আইন সংবিধানবিরোধী।

এদিকে রাষ্ট্র জাতিসংঘ কর্তৃক প্রণীত নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ (সিডও) সনদের ধারা ২ ও ধারা ১৬ দশমিক ১ (গ)র ওপর আজও সংরক্ষণ আরোপ করে রেখেছে, যা সংবিধানের অনুচ্ছেদ ১০, ১৯, ২৬, ২৭ ও ২৮র মূল নির্যাসের সঙ্গে সাংঘর্ষিক। স্বাধীন-সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্রের চার মূলনীতির সঙ্গেও যা সামঞ্জস্যপূর্ণ নয়।

বৈঠকে সভাপতির বক্তব্যে বিএনপিএস’র নির্বাহী পরিচালক রোকেয়া কবীর বলেন, তৃণমূল পর্যায়ে নারীদের অংশগ্রহণই আজ বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি নিশ্চিত করেছে। অথচ উত্তরাধিকারে সমঅধিকার না থাকায় নারী ব্যাংক ঋণ ও অন্যান্য অর্থনৈতিক সুবিধা বঞ্চিত হচ্ছে। স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ তাই উত্তরাধিকারের আইনটি পরিবর্তন এখন সময়ের দাবি।

বৈঠকে সূচনা বক্তব্য দেন বিএনপিএস’র পরিচালক শাহনাজ সুমী। নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সভাপতিত্বে  এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিন, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর বনশ্রী মিত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ড. ফৌজিয়া মোসলেম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মে ১৮, ২০২৩
ইএসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।