ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নৌকায় ভোট দিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব দিন: আমিনুল ইসলাম 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মে ১৮, ২০২৩
নৌকায় ভোট দিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব দিন: আমিনুল ইসলাম  ...

গাজীপুর: গাজীপুরবাসীর উন্নয়নের স্বার্থে আগামী ২৫ মে গাজীপুর সিটি নির্বাচনে নৌকার প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, আজমত উল্লা খানকে নির্বাচিত করার মাধ্যমে গাজীপুরবাসী প্রমাণ করবে তারা উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বাসী। আর এই ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বিকল্প নেই।

 

বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের ৩৫নং ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজমত উল্লা খান এর আগে দীর্ঘদিন টঙ্গীর পৌরসভার মেয়র ছিলেন কিন্তু কোন দূর্ণীতি তাকে স্পর্শ করতে পারেনি। তার মত একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিলে গাজীপুরবাসীর উন্নতি হবে। জনগণের অর্থের অপব্যবহার হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আজমত উল্লাহ খানের মত মেধাবী, সৎ, সুশিক্ষিত আধুনিক নেতা দরকার।  

আমিন আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ শুধু বাংলাদেশের নয় বিশ্বনেতাদেরও অনুপ্রেরণা। বিশ্ব ব্যাংক, আইএমএফ আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। আর সেই শেখ হাসিনার প্রার্থী আজমত উল্লা খান। আগামী ২৫ তারিখ নৌকার প্রার্থী আজমত উল্লাকে বিজয়ী করার মাধ্যমে দেশি বিদেশি ষড়যন্ত্রের জবাব এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ের ধারা সূচিত হবে।  

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের এই উন্নয়ন অগ্রযাত্রা বিএনপি'র পছন্দ হচ্ছে না। তারা পেছন থেকে সরকারকে টেনে ধরতে চায়। বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। তারা ক্ষমতায় থাকাকালীন সময়ে পাঁচ বছরে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে এখন কোন মুখে দুর্নীতি নিয়ে কথা বলে? তাদের মিথ্যা অপপ্রচারের জবাব দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও শেখ হাসিনার  বিকল্প নেই।  

সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুল্লাহ্, গাছা থানা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন মহি, সাধারণ সম্পাদক হাজী আদম আলী, লিটন মোল্লা, ইত্তেখাইরুল আলম, মো. আলী, সালাহউদ্দিন মোল্লা, মশিউর রহমান, হাজী বোরহান, হাজী আখতার আলী, ইসমাইল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ১৮, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ