ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অনুমোদনহীন ৮৯ মোবাইল ফোনসহ যুবক গ্রেপ্তার

স্টাফ  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মে ১৮, ২০২৩
অনুমোদনহীন ৮৯ মোবাইল ফোনসহ যুবক গ্রেপ্তার

ফেনী: ফেনীর সোনাগাজীতে বিটিআরসির অনুমোদনবিহীন ৮৯টি ভারতীয় মোবাইল ফোনসহ নুরুজ্জামান রিয়াদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ১৩ লাখ ৩৫ হাজার টাকা।

 

রিয়াদ উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের নুরুল আলমের ছেলে।  

বৃহস্পতিবার (১৮ মে) বিকালে পুলিশ এসব তথ্য নিশ্চিত করেন।  

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার (১৭ মে) দিবাগত রাত দুইটার দিকে মঙ্গলকান্দি ইউনিয়নের ডাক বাংলা কাজিরহাট সড়কের হাজী সামছুল হক জামে মসজিদের উত্তর পাশে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই যুবক পালিয়ে যায়। এসময় রিয়াদের হাতে থাকা ব্যাগে বিটিআরসির অনুমোদনবিহীন ভারত থেকে সরকারি শুল্ক (কর) ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বিক্রয়ের জন্য বাংলাদেশে আনা মোবাইল ফোনগুলো জব্দ করা হয়।

এ ঘটনায়  এসআই জাহিদ হাসান বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।  

সোনাগাজী মডেল থানার অফিসার ওসি মো. খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামি রিয়াদকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এসএইচডি/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।