ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, মে ৩১, ২০২৩
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বকর টুলু (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ মে) বিকেলে উথলীর ড্রাগন বাগানে বৈদ্যুতিক মোটরের সুইস বন্ধ করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

নিহত টুলু মিয়া উথলী গ্রামের ফার্মগেট পাড়ায় মৃত মেছের মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বৈদ্যুতিক মোটর দিয়ে ড্রাগন বাগানে পানি দিচ্ছিলেন টুলু মিয়া। পানি দেওয়া শেষ হলে বৈদ্যুতিক মোটরের সুইস বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তাকে খুঁজতে গিয়ে বৈদ্যুতিক মোটরের সুইসের পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ জানাননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, মে ৩১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।