ঢাকা: ইউনুছ আলী নামে কুড়িগ্রাম জেলার এক বাসিন্দার বিরুদ্ধে অবৈধভাবে সরকারি খালের জমি দখলের অভিযোগ উঠেছে। দখলকৃত জমি ব্যাংকে বন্ধক রেখে ঋণও নিয়েছেন তিনি।
দুদক জানিয়েছে, ইউনুছ আলীর বিরুদ্ধে অবৈধভাবে সরকারি খালের জমি দখল করে ব্যাংকে বন্ধক রেখে ঋণ গ্রহণ এবং কিছু জমি বিক্রয় করার অভিযোগের পরিপ্রেক্ষিতে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ইটাকুড়ি নামক স্থানে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, কুড়িগ্রাম হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। দুদকের এনফোর্সমেন্ট টিম সংশ্লিষ্ট ব্যাংক শাখায় উক্ত জায়গা বন্ধক রেখে ঋণ গ্রহণ সংক্রান্ত বিষয়টি নিশ্চিত হয়। সদস্যরা রাজারহাট ভূমি অফিসের সহযোগিতায় অভিযোগ সংশ্লিষ্ট খালের জমির বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহপূর্বক দুজন তহসিলদারকে সঙ্গে নিয়ে স্পট পরিদর্শন করে ও এলাকাবাসীর সাথে কথা বলে। ব্যাংক ও ভূমি অফিসের রেকর্ডপত্রের পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম প্রতিবেদন দাখিল করবে।
এছাড়া, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলাধীন ভিটাবাড়িয়া ইউনিয়নের বাঞ্ছারখালের ওপর ব্রিজ নির্মাণে উপজেলা চেয়ারম্যানের নিজ মালিকানাধীন কনস্ট্রাকশন কোম্পানির মাধ্যমে কাজ নেওয়া এবং ব্রিজ নির্মাণ কাজ শুরু না করে দীর্ঘদিন ফেলে রাখা সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, পিরোজপুরের একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় দুদক টিম ঘটনাস্থল পরিদর্শন করে দেখতে পায় ব্রিজ নির্মাণের টেন্ডার হলেও গত দুই বছরে শুধু একটি বালুর বাঁধ ছাড়া ব্রিজ নির্মাণের কোনো কাজ হয়নি। প্রকল্পের মেয়াদ দুই বছর অতিবাহিত হওয়ায় ঠিকাদার কর্তৃক সময় বৃদ্ধির আবেদন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু করবেন মর্মে ঠিকাদার দুদক টিমকে আশ্বস্ত করেছেন। অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট প্রকল্পের যাবতীয় কাগজপত্র সরবরাহের জন্য পিরোজপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে অনুরোধ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ৮,২০২৩
এসএমএকে/এমজে