ঢাকা: রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও প্রতারণায় মাহবুবা রহমান আঁখি এবং তার নবজাতকের মৃত্যুর ঘটনায় ইতোমধ্যেই বেশ আলোড়নের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (২১ জুন) সকাল ১০টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তদন্ত প্রতিবেদন না পাওয়ায় তা পেছানো হলো।
এদিকে সংবাদ সম্মেলনে এসে অনেক গণমাধ্যম কর্মী হাসপাতাল থেকে ফিরে গেছেন।
সংবাদ সম্মেলন না হওয়ার বিষয়ে সেন্ট্রাল হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. মামুনুর রশিদ রাসেল বলেন, ঘটনাটির তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়ায় সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সংবাদকর্মীদের এ বিষয়ে অবহিত করা হবে।
উল্লেখ্য, গত তিন মাস ধরে সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তা সাহার অধীনে চিকিৎসা নিচ্ছিলেন মাহবুবা রহমান আঁখি। তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। নরমাল ডেলিভারির মাধ্যমেই আঁখির সন্তান প্রসব সম্ভব বলে আশ্বস্ত করেছিলেন ডা. সংযুক্তা সাহা।
৯ জুন আঁখিকে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার পরিবারের সঙ্গে ডা. সংযুক্তা সাহাকে নিয়ে মিথ্যাচার করে।
তাদের জানানো হয়, সংযুক্তা অপারেশন থিয়েটারে কাজ করছেন। কিন্তু আদৌ তিনি হাসপাতালে ছিলেন না। হাসপাতালের এমন দ্বি-চারিতায় সিজারে সন্তান জন্ম দেওয়ার একদিন পর তার সদ্যজাত সন্তানের মৃত্যু হয়। পাশাপাশি মৃত্যুঝুঁকিতে পড়েন তিনি নিজেও। সবশেষে রোববার (১৮ জুন) দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আঁখি।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এইচএমএস/এমএইচএস