ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভাড়া কম দেওয়ায় ট্রাক থেকে ফেলা হলো যাত্রীদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
ভাড়া কম দেওয়ায় ট্রাক থেকে ফেলা হলো যাত্রীদের

টাঙ্গাইল: ঈদে পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষজন। যে যেভাবে পারছেন রওনা দিয়েছেন বাড়ির উদ্দেশ্যে।

তবে গণপরিবহনের অতিরিক্ত ভাড়ার কারণে ট্রাকে করে বাড়ি ফিরছেন নিম্ন আয়ের মানুষজন।

সেখানেও দেখা দিয়েছে বিপত্তি। ভাড়া কম দেওয়ার কারণে ট্রাক থেকে ফেলে দেওয়া হয়েছে যাত্রীদের। এতে আহত হয়েছেন ছয় যাত্রী। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (২৮ জুন) বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে ট্রাক নিয়ে পালিয়ে যান চালক ও তার সহকারী।

আহত যাত্রীরা জানান, ঢাকা থেকে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে তারা কয়েকজন ট্রাকে উঠেন। ট্রাকটি ধলাটেঙ্গর এলাকায় আসার পর চালকের সহকারী তাদের কাছে ৮০০ টাকা ভাড়া চান। এ সময় তারা ৫০০ টাকা করে দিতে চাইলে সহকারী তাদের গালমন্দ করতে থাকেন।

এ সময় অন্য আরেকটি মালবাহী ট্রাকে থাকা লোকজন এসে এই ট্রাকের চালক ও সহকারীর সঙ্গে যোগ দেয়। একপর্যায়ে তাদের যোগসাজশে যাত্রীবাহী ট্রাকের যাত্রীদের ফেলে দিয়ে তাদের মালামাল নিয়ে ট্রাক দুটি চলে যায়।

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সরফ উদ্দিন বাংলানিউজকে জানান, বিষয়টি আপনার কাছ থেকেই জানতে পারলাম। এ রকম হয়ে থাকলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।