ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাংবাদিক আহত, হাসপাতালে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাংবাদিক আহত, হাসপাতালে ভর্তি আহত রাকিবুল হাসান রানা

ঢাকা: রাজধানীর রামপুরায় বিটিভি অফিসের সামনের রাস্তায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাকিবুল হাসান রানা (৩০) নামে এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা একটি ব্যাগ ও আরেক ব্যক্তির মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে।

শুক্রবার (৩০ জুন) এই তথ্য নিশ্চিত করেন পুলিশ।

বৃহস্পতিবার (২৯) দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। আহত রানাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহত রানার ছোট ভাই রবিউল হাসান রিফাত জানান, রানার বাসা রামপুরার উলনে। রাতে একটি বেসরকারি টেলিভিশনের অফিস থেকে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন একই এলাকার মোহন নামে আরেক যুবক। রামপুরা বিটিভি অফিসের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে তিনজন ছিনতাইকারী এসে তাদের পথরোধ করে।

পরে তাদের দুজনকে দুই পাশে নিয়ে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সব কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন তারা। ভয়ে মোহন তার সঙ্গে থাকা মানিব্যাগ ও মোবাইল ফোন তাদের হাতে দিয়ে দেন। তবে রানা তাদের প্রতিরোধ করেন। তখন ছিনতাইকারীরা চাপাতি দিয়ে রানার মাথায় তিনটি, দুই হাতে ও পায়ে আঘাত করে পালিয়ে যায়।

খবর পেয়ে আহত রানাকে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে মাথার আঘাতের চিকিৎসা করানোর পর তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, তার মাথা, দুই হাত ও পায়ে জখম রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, আহত রানা একটি বেসরকারি টেলিভিশনে সহকারী প্রযোজক হিসেবে কর্মরত আছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ