ব্রাহ্মণবাড়িয়া: জেলার কসবায় পুকুর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ জুলাই) বিকেলে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর মর্তুজ আলী ডাক্তার বাড়ির পুকুর থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে মর্তুজ আলী ডাক্তারের বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় নবজাতকের (ছেলে) মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে।
কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল বাসেত জানান, ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে নবজাতক শিশুটিকে কেউ পুকুরে ফেলে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
এসআইএ