ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধানমন্ডিতে ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
ধানমন্ডিতে ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (৪ জুলাই) ভিকটিমের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলায় আসামি অজ্ঞাতনামা দেওয়া হয়েছে। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।

ভিকটিম কী আসামিকে চেনেন বা আসামির নাম বলেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ভিকটিম আসলে এখন হাসপাতালে ভর্তি রয়েছে। সে আসামির নাম বলতে পারিনি এখনও। তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আমরা যেটা বুঝতে পেরেছি ভিকটিম ও আসামি পূর্ব পরিচিত বলে মনে হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে আমরা কাজ করছি।

সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় ধানমন্ডিতে একটি বাসার ছাদে এ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

পারভেজ ইসলাম বলেন, ধানমন্ডি ১৫ নম্বর এলাকার একটি ছাদে এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার ভিকটিম নিজে থানায় এসে এ অভিযোগ করেন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়।

ভিকটিমের অভিযোগের ভিত্তিতে ওসি বলেন, অভিযুক্ত ছেলেটির সঙ্গে তার গতকালই পরিচয় হয়। এরপর ছেলেটি তাকে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এদিকে ভবনটির সিসিটিভি ফুটেজ দেখা যায়, দুজনকে আগে থেকে পরিচিত মনে হয়েছে। তারা সাধারণভাবে ভবনে প্রবেশ করেছে।

তিনি বলেন, ভিকটিম মেয়েটির বাসা মোহাম্মদপুরের দিকে। আমরা তার পরিবার মারফত জানতে পেরেছি সে বাসা থেকে রাগ করে গতকাল বের হয়ে আসছিল।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।