নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লা থেকে স্বামী-স্ত্রীসহ প্রতারক চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (০৯ জুলাই) রাত ১১টার দিকে ভূইগড় আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
হৃদয়কে আটকে রেখে মুক্তিপণ চাওয়ার ঘটনায় মানিকগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা দায়ের করেন আব্দুল মান্নান প্রধানিয়া। তিনি হৃদয়ের বাবা নয়াডিঙ্গি তারাসীমা গার্মেন্টস সংলগ্ন এলাকার বাসিন্দা। এ মামলার জেরে প্রতারক চক্রের সদস্যদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ফতুল্লা মডেল থানার উত্তর ভূইগড়ের নজরুল ইসলামের ভাড়াটিয়া আ. হাইয়ের ছেলে মো. মোরশেদ আলম (৩৫), তার স্ত্রী পাপিয়া খাতুন (৩৩), ঢাকা জেলার শেরে-বাংলা নগর থানার আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয় কোয়ার্টারের কোরবান আলীর ছেলে মো. নয়ন আলী (২৯) ও ফতুল্লা মডেল থানার উত্তর ভূইগড়ের নজরুল ইসলামের ভাড়াটিয়া শাহিন আলমের স্ত্রী কান্তা মনি (২২)।
পুলিশ জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে প্রেমের ফাঁদে ফেলে বাসায় ডেকে আনতেন। পরে তরুণী দিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন। রোববার এই প্রতারক চক্রটি গ্রেপ্তার কান্তাকে দিয়ে মানিকগঞ্জ থেকে হৃদয়কে ভূইগড়ের বাসায় ডেকে আনে। পরে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সংবাদ পেয়ে রাত ১১টার দিকে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান স্বামী-স্ত্রীসহ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন দিন ধরে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেলিং করে অর্থ আদায়ের মতো অপরাধ করে আসছিল। এই চক্রটিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এমআরপি/এসআইএ