জামালপুর: জামালপুরের ইসলামপুরে সাক্ষীর কথা বলে ভাতিজির জমি প্রতারণা করে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে জেঠার (চাচা) বিরুদ্ধে।
বুধবার ইসলামপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভাতিজি বৈশাখী আক্তার।
সম্মেলনে তিনি বলেন, আমার মা বিউটি বেগম জেঠা অলিলুর রহমানের নিকট ১৩ শতাংশ জমি বিক্রি করেছেন। সেখানে সাক্ষীর কথা বলে সাব-রেজিস্ট্রার অফিসে নিয়ে যান জেঠা অলিলুর রহমান। কিন্তু আমার অজান্তে অনেকগুলো দলিলের পাতায় তিনি স্বাক্ষর নেন। পরে সন্দেহ হলে আমার স্বামী রেজাউল করিম ঢালিকে খবর দেই। রেজাউল করিম এসে জানতে পারেন আমার জেঠা খলিলুর রহমানের সহযোগিতায় মায়ের ১৩ শতাংশ ও আমার ৩০ শতাংশ জমি লিখে নিয়েছেন। বিষয়টি সাব রেজিস্টার অফিসারকে জানালে তিনি বলেন, যা হওয়ার হয়েছে এখন আর কিছুই করার নেই।
বৈশাখী আরও বলেন, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে জেঠা খলিলুর রহমান ও অলিলুর রহমান আমাকে ও রেজাউল করিমকে প্রাণ নাশের হুমকি দেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালান। তারা নাকি আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলাও করেছেন।
এ সময় জমি ফেরত না দিলে অলিলুর রহমানের ঘরে গিয়ে আত্মহত্যার হুমকি দেন বৈশাখী আক্তার।
তবে বিষয়টি অস্বীকার করে খলিলুর রহমান বলেন, আমার ভাতিজি বৈশাখী আক্তার সাব রেজিস্টার অফিসে গিয়ে স্ব-ইচ্ছায় আমার ভাই আলিলুলের নিকট জমি লিখে দিয়েছেন। এ বিষয়ে আলিলুরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও কথা বলা যায়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর স্বামী রেজাউল করিম, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক রকিবুল হাসান রাসু, ছাত্রলীগ নেতা মো. জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এসএফ/এসআইএস