ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মারধরের শিকার হিরো আলম হাসপাতালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
মারধরের শিকার হিরো আলম হাসপাতালে

ঢাকা: বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে দুর্বৃত্তদের মারধরের শিকার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হাসপাতালে নেওয়া হয়েছে। রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী (একতারা) হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন হিরো আলম। সারা দিন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চললেও বিকেলে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে তাকে মারধর করে দুর্বৃত্তরা।

সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। হিরো আলমকে ব্যাপক মারধর করা হয়। ক্রমাগত চড়, কিল-ঘুষি দেওয়ার তার মাথায়, মুখে, কানে আঘাত লেগেছে। মারধরের পরে প্রেক্ষাপটে হাজির হয় পুলিশ। সদস্যরা বাঁশি বাজিয়ে দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করে।

হিরো আলম ঘটনার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি নিজ প্রতিক্রিয়ায় জানিয়েছেন, বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্র পরিদর্শন করতে গেলে কিছু লোক তার ওপর হামলা চালায়। এর আগে সারা দিন তিনি বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। সেসব কেন্দ্রে কিছু হয়নি।

বেটার লাইফ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেওয়া হিরো আলমের নির্বাচনী এজেন্ট ইলিয়াস বাংলানিউজকে বলেন, হাসপাতালে অনেক মিডিয়াকর্মী ও ইউটিউবাররা এসেছেন। যে কারণে কর্তৃপক্ষ তাকে এখানে রাখা নিরাপদ মনে করছেন না। হিরো আলমকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হবে। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে।

ঢাকা ১৭ আসনের স্বতন্ত্র এ প্রার্থীকে বেটার লাইফ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেন ডা. রাজিব। তিনি বাংলানিউজকে বলেন, হিরো আলম ডি-হাইডারেশনের পেশেন্ট। তিনি খাওয়া দাওয়া করেননি এজন্য অজ্ঞান হয়ে গিয়েছিলেন। উনাকে ঘুষি দেওয়া হয়েছে। কিন্তু শরীরে কোনো ধরনের কাটা আঘাত নেই।

দেশে ডেঙ্গুর প্রকোপ চলমান, তাই ডা. রাজীব বেশি কথা বলতে রাজি হননি। হিরো আলমের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখন ডেঙ্গু সিজন। হাসপাতালে রোগীর অনেক চাপ। এত বেশি লোক থাকলে অন্য রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। তাই উনাকে আমরা বাসায় পাঠিয়ে দিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
ইএসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ