ঢাকা: রাজধানীর ওয়ারী থানার বলধা গার্ডেনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৫৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার জানান, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। বলধা গার্ডেনের আশপাশে থাকতেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এজেডএস/আরবি