সিলেট: সিলেট-কোম্পানিগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কে সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত বেড়ে সাত জনে পৌঁছেছে। দুর্ঘটনায় ঘটনাস্থলে পাঁচ জন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়নের খাগাইল সুন্দ্রাগাও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে কাজী আমির উদ্দিন (৪২)। তিনি ওই এলাকার পারুয়া গ্রামের নিকাহ রেজিস্টার ও পারুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক ছিলেন। একই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে অটোরিকশা চালক মো. কালন মিয়া, উপজেলার পশ্চিম ইসলাম ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত গয়াব আলীর ছেলে জালাল মিয়া (৪৫), উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের মৃত হোসেন আহমদের ছেলে মো. ইদ্রিস আলী (৪০), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগলি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে একাব্বর আলী (৬৫), কোম্পানীগঞ্জের দক্ষিণ ইসলামপুর ইউনিয়নের উত্তর টুকেরগাঁও গ্রামের সুরুজ্জামালের স্ত্রী রিতা বেগম (১৮) এবং মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার দক্ষিণ ধল্লা গ্রামের মৃত দোয়াত আলীর ছেলে মাইক্রোবাস চালক আবু তাহের (৪৫)।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম নিহত সাত জনের নাম পরিচয় নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিএনজি অটোরিকশার চালক ও পাঁচজন যাত্রীর সবাই মারা গেছেন। আর মাইক্রোবাসে একমাত্র চালক ছিলেন। তিনিও মারা গেছেন।
দুর্ঘটনার পর কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল ও সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার (পরিদর্শক) শ্যামল বণিক জানান, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি (হাইয়েস) ঢাকা মেট্টো চ-১৯-৭৪৬২ কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের দিকে যাচ্ছিল এবং সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে সিলেট শহরের উদ্দেশ্যে আসছিল। এ অবস্থায় ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুইটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ভোলাগঞ্জগামী মাইক্রোবাসের সামনের ডানপাশের চাকা পাংচার হয়ে বিপরীতগামী সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে রাস্তার পাশে খালের পানিতে পড়ে। ঘটনাস্থলেই পাঁচজনের মরদেহ পড়েছিল। হাসপাতাল নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
ঘটনাস্থলের ৫০০ গজ উত্তরে মাইক্রোবাসের চালককে রাস্তার ওপরে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এনইউ/এসআইএ