ঢাকা, মঙ্গলবার, ১ শ্রাবণ ১৪৩১, ১৬ জুলাই ২০২৪, ০৯ মহররম ১৪৪৬

জাতীয়

যুক্তরাষ্ট্রের ভোটে নাগরিকদের অংশগ্রহণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
যুক্তরাষ্ট্রের ভোটে নাগরিকদের অংশগ্রহণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয়

ঢাকা: জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনই মার্কিন গণতান্ত্রিক ব্যবস্থার প্রধান স্তম্ভ। দেশটি আইনের শাসনের মাধ্যমে পরিচালিত হয়।

সেখানে বর্ণ, ধর্ম ও লিঙ্গভেদে সর্বস্তরের প্রাপ্তবয়স্ক নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয়।

সোমবার (১৫ জুলাই) রাজধানীর ইএমকে সেন্টারে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের নির্বাচন বিষয়ে এই সেমিনারের আয়োজন করে ঢাকার মার্কিন দূতাবাস।

সেমিনারে অনলাইনে যুক্ত ছিলেন রিপাবলিকান ডেলিগেট প্যাটি রেইম্যান, প্রফেসর আলী রিয়াজ।

অনুষ্ঠানে ছিলেন নির্বাচন পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমীন মুরশিদ।

সেমিনারে বক্তারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে প্রতিটি ধাপ পরিচালিত হয়। এছাড়া স্বচ্ছতা নিশ্চিতে নির্বাচনি অর্থ ব্যয় ও রাজনৈতিক দলগুলোর তহবিল সংগ্রহের বিষয়গুলোও তদারকি করা হয়।

সেমিনারে বক্তারা বলেন, নির্বাচনি প্রচারণায় এখন সামাজিক যোগাযোগ মাধ্যম গুরুত্বপূর্ণ। তরুণ ভোটারদের আকৃষ্ট করতে অনেকেই এ প্ল্যাটফর্মেই প্রচারণা চালিয়ে যাচ্ছে। ঢাকায় মার্কিন দূতাবাসের আয়োজনে অংশ নেন শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞসহ অনেকেই।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা স্টিভেন এফ. ইবেলি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখতে যুক্তরাষ্ট্র বরাবরই সক্রিয়। আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রের সেই ধারা কীভাবে সমুন্নত থাকছে। কীভাবে তৃণমূল থেকে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা যায় তা জানাতেই বাংলাদেশে এই আয়োজন। আগস্টে আরো কর্মসূচি আসছে আমাদের।

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।