ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

নান্দাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে অনুদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
নান্দাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে অনুদান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে অনুদান তুলে দিচ্ছেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের উদংমধুপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারের মধ্যে অনুদান দেওয়া হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন, কম্বল ও নগদ টাকা তুলে দেন।  

এ সময় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে স্থানীয় উপজেলার সিংরইল ইউনিয়নের উদংমধুপুর গ্রামে অগ্নিকাণ্ডে ২১টি পরিবারের বসত বাড়িসহ ৪৩টি ঘর, ৬টি গরু, ৫টি ছাগল, অর্ধশতাধিক হাঁস-মুরগি, ২৫০ মণ ধান-চাল ও নগদ ৪ লাখ টাকাসহ মোট ২ কোটি টাকার মালামাল পুড়ে যায়।  

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।