ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
গোপালগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন

গোপালগঞ্জ: মা ও শিশু স্বাস্থ্য এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও বিশেষ সেবা প্রদানের উদ্দেশে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

এছাড়াও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাক্তার সোহেল পারভেজের সভাপতিত্বে জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।