ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

তারাকান্দায় ধর্ষণ মামলায় দেবর কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
তারাকান্দায় ধর্ষণ মামলায় দেবর কারাগারে

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় প্রতিবেশী এক ভাবীকে ধর্ষণ মামলায় দেবর আব্দুস সালামকে (৩২) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে সালামকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।  

এরআগে, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বাংলানিউজকে জানান, গত ১৬ নভেম্বর উপজেলার কামারগাঁও ইউনিয়নের প্রজাবতখিলা গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী রবিকুল ইসলামের ঘরে ঢুকে ঘুমন্ত স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী ওই দেবর। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে গত ২২ নভেম্বর থানায় মামলা দায়ের করেন।

পরে ওই মামলায় অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এসআরএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।