ঢাকা, বুধবার, ২ শ্রাবণ ১৪৩১, ১৭ জুলাই ২০২৪, ১০ মহররম ১৪৪৬

জাতীয়

মাগুরায় লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম স্মরণোৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জুন ৩, ২০২২
মাগুরায় লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম স্মরণোৎসব

মাগুরা: ঢাক, ঢোল, বাঁশি, কাসর, ডাংকা বাজিয়ে মাগুরায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধন দিবস উপলক্ষে শহরের মঙ্গল শোভাযাত্রা বের করেছেন ভক্তরা।

শনিবার (০৩জনু) সকালে নতুন বাজার ছানা বাবুর বটতলা থেকে শোভাযাত্রাটি বের হয়ে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয়।

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ ও শহরের দরি মাগুরা লোকনাথ ব্রহ্মচারী মন্দির কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করেন।

সকাল ৮টার দিকে জয় বাবা লোকনাথ ধ্বনি উচ্চারণের সঙ্গে সঙ্গে হাজার হাজার ভক্ত নেচে গেয়ে ডাংকা, কাশিসহ নানা বাদ্যযন্ত্র নিয়ে ১৫টি মতুয়া সংঘের দল এ মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা। পরে দিনব্যাপী ধর্মী নানা আনুষ্ঠানিকতায় সম্পন্ন হয় এ স্মরণোৎসব।

শোভাযাত্রায় লোকনাথ ব্রহ্মচারীর দরি মাগুরা মন্দির কমিটির সভাপতি অর্পব কুমার সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক পংকজ কুন্ডু, মাগুরা কেন্দ্রীয় কালি বাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক মোহন লাল রায় খোকন ঠাকুর। নিতাই গৌর সেবা আশ্রমের অধ্যক্ষ মহারাজ চিন্ময়ন্দ দাস চঞ্চল ও দরিমাগুরা আশ্রমের অধ্যক্ষ ভবানন্দ দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জুন ০৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।