ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

মেহেরপুর নবগঠিত শ্যামপুর ইউনিয়নের প্রথম চেয়ারম্যান মতিয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জুন ১৬, ২০২২
মেহেরপুর নবগঠিত শ্যামপুর ইউনিয়নের প্রথম চেয়ারম্যান মতিয়ার

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মতিউর রহমান। চশমা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন পাঁচ হাজার ৮০৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হাসেম ঘোড়া প্রতীকে পেয়েছেন তিন হাজার ২৬৮ ভোট।

বুধবার (১৫ জুন) অনুষ্ঠিত হওয়া ভোটের গণনা শেষে রিটানির্ং অফিসার আব্দুল আজিজ এ ফলাফল ঘোষণা করেন।

অন্যান্যদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে এসএম ইকবাল হোসেন ঘুড়ি প্রতীকে ৬১৪ ভোট, ২ নম্বর ওয়ার্ডে আনারুল ইসলাম তালা প্রতীকে ৫১৭, ৩ নম্বর ওয়ার্ডে আব্দুল আজিজ মোরগ প্রতীকে ৭৪৮, ৪ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ তারিক ফুটবল প্রতীকে ৪৩৭, ৫ নম্বর ওয়ার্ডে আওলাদ হোসেন মোরগ প্রতীকে ৯৭৬, ৬ নম্বর ওয়ার্ডে মতিয়ার রহমান মোরগ প্রতীকে ৪১৩, ৭ নম্বর ওয়ার্ডে মশিউর রহমান মোরগ প্রতীকে ৬৯৯, ৮ নম্বর ওয়ার্ডে কুতুব উদ্দীন মোরগ প্রতীকে ৪৫৪ এবং ৯ নম্বর ওয়ার্ডে সাইদুর রহমান মোরগ প্রতীকে ৯৭৭ ভোট পেয়ে বেসকারীভাবে সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন।

এছাড়া ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য কাকলি খাতুন জিরাফ প্রতীকে এক হাজার ৯০৩ ভোট, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সোনিয়া আক্তার তালগাছ প্রতীকে এক হাজার ৮০৭ এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে নাসেদা খাতুন বক প্রতীকে এক হাজার ৭৩৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

নবগঠিত শ্যামপুর ইউনিয়নে মোট ভোটার ছিলেন ১৭ হাজার ৩৫৮ জন। ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৭ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য পদে ৪৫ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জুন ১৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।