ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফার্মগেটে ছিনতাইকারীর কবলে সাংবাদিক জামাল উদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০২২
ফার্মগেটে ছিনতাইকারীর কবলে সাংবাদিক জামাল উদ্দিন

ঢাকা: রাজধানীর ফার্মগেটে সাংবাদিক জামাল উদ্দিন ছিনতাইকারীর কবলে পড়েছেন। এ সময় তার মোবাইল ফোন, নগদ সাত হাজার টাকা ও অ্যাক্রিডেটেশন কার্ড খোয়া যায়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে ফার্মগেটে সেজান পয়েন্ট মার্কেটের সামনের সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। জামাল উদ্দিন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি।

ভুক্তভোগী সাংবাদিক জামাল উদ্দিন জানান, রাত ১০টার দিকে সেজান পয়েন্টের সামনে ইন্দিরা রোডে সিএনজিচালিত অটোরিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় তার হাতে থাকা মোবাইল ব্যাগ পেছন থেকে একজন ছিনতাইকারী টান দিয়ে দৌড় দেয়। তিনি ছিনতাইকারীকে ধাওয়া দিলে মুহূর্তের মধ্যে ব্যাগটি অন্য ছিনতাইকারীর হাতে হাত বদল করে। ছিনতাইকারী মুহূর্তের মধ্যে তেজগাঁও গলিতে ঢুকে পালিয়ে যায় 

ঘটনার পর শেরেবাংলা নগর থানার পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম রায় বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় একটি জিডি করেছেন। আমরা তার মোবাইল ব্যাগটি উদ্ধারের চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।