ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

জালিয়াতির অভিযোগে ঢাবি শিক্ষকের পিএইচডি বাতিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
জালিয়াতির অভিযোগে ঢাবি শিক্ষকের পিএইচডি বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়: থিসিস জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের শিক্ষক আবুল কালাম লুৎফুল কবীরের পিএইচডি ডিগ্রী বাতিল করা হয়েছে। একইসঙ্গে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপকে পদাবনতি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য বাংলানিউজকে বলেন, থিসিস জালিয়াতি করে ডিগ্রী নেওয়ায় লুৎফুল কবিরের পিএইচডি ডিগ্রী বাতিল করার সিদ্ধান্ত অনুমোদন করে সিন্ডিকেট।

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এসকেবি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।