ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

মিরপুরে যান চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
মিরপুরে যান চলাচল স্বাভাবিক

ঢাকা: রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার পর থেকে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, প্রতিবন্ধীদের মোটর চালিত রিকশা চালাতে দেওয়ার দাবিতে রাস্তা অবরোধ করে রাখেন চালকরা।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান বাংলানিউজকে বলেন, গোল চত্বরে যান চলাচল স্বাভাবিক হয়েছে। রাস্তায় মোটর চালিত রিকশা চলতে দেওয়ার দাবিতে রাস্তা অবরোধ করেছিলেন রিকশাচালকরা। অবরোধের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একঘণ্টা পরে চালকরা রাস্তা ছেড়ে চলে যায়।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
এমএমআই/জেডএ

আগের সংবাদ- মিরপুরে রাস্তা অবরোধ করেছে রিকশা চালকরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।