ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধান বিচারপতির শুভেচ্ছা বিনিময়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধান বিচারপতির শুভেচ্ছা বিনিময়

ঢাকা: পবিত্র বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।  

কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে সোমবার (২৫ ডিসেম্বর) সস্ত্রীক শুভেচ্ছা বিনিময় করেন প্রধান বিচারপতি।

 

এ সময় সেন্ট ম্যারি ক্যাথেড্রাল চার্চের আর্চ বিশপ, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান ও প্রধান বিচারপতির একান্ত সচিব হাসান মো. আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, ওবায়দুল হাসান প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর কেন্দ্রীয় ক্যাথলিক চার্চ কাকরাইলস্থ সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের আর্চ বিশপের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়। একইসঙ্গে বড়দিন অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পবিত্র বড়দিন উপলক্ষে কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।  

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।