ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত মাদককারবারি চান্দু মাঝি আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত মাদককারবারি চান্দু মাঝি আটক ছবি: আইএসপিআর

ঢাকা: যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদককারবারি চাঁন মিয়াকে (চান্দু মাঝি) আটক করা হয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোলা দৌলতখান থানার ঘুইঙ্গারহাট এলাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদককারবারি চাঁন মিয়া ওরফে চান্দু মাঝিকে (৫০) তার নিজ বাসা হতে আটক করা হয়।

পরে তার বাসা তল্লাশি চালিয়ে ব্যবসার কাজে ব্যবহৃত উল্লিখিত ইয়াবা ও গাঁজাসহ চারটি মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।  

চাঁন মিয়া দীর্ঘদিন ধরে ভোলা এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদককারবার ও মাদক চোরাচালান করে আসছে। তার বিরুদ্ধে ইতোমধ্যে ভোলা সদর থানা ও দৌলতখান থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ভোলা দৌলতখান থানায় হস্তান্তর করা হয়। অভিযানের সময় নৌবাহিনীর সঙ্গে বাংলাদেশ কোস্টগার্ড, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ও বাংলাদেশ পুলিশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।  

এছাড়া বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের অপর এক অভিযানে ভোলা সদর থানার আবহাওয়া অফিস রোড এলাকা থেকে ভোলা সদরের কুখ্যাত সন্ত্রাসী দলের প্রধান নান্নু মিয়া এবং তার ছেলে আরিফকে দুটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।  

বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।