ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

বিশ্বের সবচেয়ে বিধ্বংসী হেলিকপ্টার এলো ভারতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
বিশ্বের সবচেয়ে বিধ্বংসী হেলিকপ্টার এলো ভারতে এএইচ ৬৪ই অ্যালপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার

কলকাতা: দেশের অস্ত্রভাণ্ডার সব সময় আপডেট রাখতে চায় মোদী সরকার। তাই এবার তার অস্ত্রভাণ্ডারে যোগ হলো বিশ্বের ভয়ঙ্করতম বোমারু হেলিকপ্টার। নাম এএইচ ৬৪ই অ্যালপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার। 

উত্তরপ্রদেশ রাজ্যের গাজিয়াবাদের বায়ুসেনা ঘাঁটিতে শনিবার(২৭ জুলাই) প্রথমধাপে চারটি অ্যালপাচে হেলিকপ্টার এসে পৌঁছেছে। মোট ২২টি হেলিকপ্টার আসার কথা রয়েছে।

হেলিকপ্টারগুলোকে কাশ্মীরের পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে পাঠানো হবে।  

সম্প্রতি ভারত-পাক সীমান্তের এই বায়ুসেনা ঘাঁটিতেই হামলা চালিয়েছিল জঙ্গিরা। তাই পাঠানকোটের এই ঘাঁটিকে প্রস্তুত রাখতে শুরু করে করেছে বায়ুসেনা। আর সেকারনেই এই ভয়ঙ্করতম বিধ্বংসী হেলিকপ্টারটির প্রথম চারটি ঠাঁই হবে পাঠানকোটে।  

জানা যাচ্ছে, এমআই৩৫ হেলিকপ্টারের জায়গায় কাজ করবে এএইচ ৬৪ই অ্যালপাচে হেলিকপ্টারগুলো।  আমেরিকার বায়ুসেনায় এই বিধ্বংসী হেলিকপ্টার রয়েছে। ৩০এমএম মেশিনগান থেকে টানা ২১০০ রাউন্ড গুলি চলতে পারে। এমনকি ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল চালাতেও সক্ষম এই অত্যাধুনিক হেলিকপ্টার।  

ঘণ্টায় ১৫০ নটিকাল মাইল গতিতে উড়তে সক্ষম এটি।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
ভিএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।