ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিসিকে সপ্তাহব্যাপী বুস্টারডোজ ক্যাম্পেইন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, জুন ৪, ২০২২
সিসিকে সপ্তাহব্যাপী বুস্টারডোজ ক্যাম্পেইন

সিলেট: দেশব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বিদ্যামান থাকায় সপ্তাহব্যাপী বুস্টারডোজ ক্যাম্পেইন চালু করছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

শনিবার (৪ জুন) থেকে আগামী শুক্রবার (১০ জুন) পর্যন্ত করোনার বুস্টার ডোজ দেওয়া হবে জনগণকে।

নগরবাসীকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে তৃতীয় ডোজের ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (৩ জুন) সিসিকের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে জনস্বার্থে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদুর্ধ্ব সব নাগরিক বুস্টার ডোজ কোভিড ভ্যাকসিক গ্রহণ করতে পারবেন।

কোভিড ভ্যাকসিনের ২য় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে। ৪ জুন থেকে আগামী এক সপ্তাহ যেকোনো দিন কাছের কোনো টিকা কেন্দ্র ও সিসিকের সব কাউন্সিলর কার্যালয় থেকে টিকা নেওয়া যাবে।

টিকাকেন্দ্র সকাল ৯টা থেকে চালু হবে। টিকা গ্রহণে নির্ধারিত কার্ড নিয়ে যেতে হবে।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, ৪ জুন, ২০২২
এনইউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।