ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

খুলনা বিএমএ নির্বাচন, জমজমাট প্রচারণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
খুলনা বিএমএ নির্বাচন, জমজমাট প্রচারণা

খুলনা: দীর্ঘ ৭ বছর পর আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার দ্বিবার্ষিক নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতারা দুটি প্যানেলে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ নির্বাচন ঘিরে উভয় প্যানেলে চলছে জমজমাট প্রচারণা। হাসপাতাল, ক্লিনিক, চিকিৎসকদের বাড়ি, চেম্বার, প্রায় সব জায়গাতে চলছে নির্বাচন কেন্দ্রীক আলোচনা-সমালোচনা। উভয় গ্রুপ তাদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে মোট ভোটার রয়েছেন দুই হাজার ১৭৮ জন। ২৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৯ জন প্রার্থী। ১৫ সেপ্টেম্বর মহানগরীর ৭ রাস্তার মোড়ের বিএমএ মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

ডা. বাহাররুল আলম-ডা. তরুণ পরিষদ এবং ডা. হামিদ আসগর – ডা. মেহেদী নেওয়াজ পরিষদে ২৪ টি পদে ৪৮ জন প্রার্থী হয়েছেন। তবে এ দুটি পরিষদের বাইরে গিয়ে সহ-সভাপতি প্রার্থী হয়েছেন ডা. মামুনুর রশীদ। অর্থ্যাৎ নির্বাচনে ২৪টি পদে মোট প্রার্থী ৪৯ জন।

ডা. বাহার-ডা. তরুণ পরিষদের প্রার্থীরা হলেন- সভাপতি পদে বর্তমান সভাপতি ডা. শেখ বাহারুল আলম, সহ-সভাপতি পদে ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ, ডা. দিদারুল আলম শাহীন ও ডা. সুফিয়ান রুস্তম, সাধারণ সম্পাদক পদে ডা. জিল্লুর রহমান তরুণ, কোষাধ্যক্ষ পদে ডা. প্রশান্ত কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডা. নিয়াজ মুস্তাফি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে ডা. সুমন রায়, দফতর সম্পাদক পদে ডা. অনল রায়, প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে ডা. সাইফুল্লাহ মানসুর, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে ডা. দেবনাথ তালুকদার রনি, সংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে ডা. সোহানা সেলিম, সমাজকল্যাণ সম্পাদক পদে ডা. ফিরোজ হাসান, প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক পদে ডা. বাপ্পারাজ দত্ত প্রার্থী হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য পদে ডা. ধীরাজ মোহন বিশ্বাস, ডা. হিমেল সাহা, ডা. নিরুপম মন্ডল, ডা. কমলেশ সাহা, ডা. উপানন্দ রায়, ডা. মিথুন পাল, ডা. মেহেদী হাসান, ডা. ফয়সাল আহমেদ, ডা. প্রিতম স্বাক্ষর ও ডা. আওরঙ্গজেব প্রিন্স প্রার্থী হয়েছেন।

ডা. কাজী হামিদ আসগর-ডা. মেহেদী নেওয়াজ পরিষদের প্রার্থীরা হলেন- সভাপতি পদে ডা. কাজী হামিদ আসগর, সহ-সভাপতি পদে ডা. গাজী মিজানুর রহমান, ডা. সামসুল আহসান মাসুম ও ডা. মোল্লা হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ডা. মো. মেহেদী নেওয়াজ, কোষাধ্যক্ষ পদে ডা. কুতুব উদ্দিন মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডা. বঙ্গ কমল বসু, সাংগঠনিক সম্পাদক পদে ডা. ইউনুচ উজ জামান খান তারিম, দফতর সম্পাদক পদে ডা. এস এম তুষার আলম, প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে ডা. উৎপল কুমার চন্দ, সংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে ডা. শহিদুল ইসলাম মুকুল, সমাজকল্যাণ সম্পাদক পদে ডা. মুহিবুল হাসান লিংকন, প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক পদে ডা. পলাশ কুমার দে প্রার্থী হয়েছেন।

এছাড়া এই পরিষদে কার্যকরী সদস্য পদে ডা. পরিতোষ কুমার চৌধুরী, ডা. ডলি হালদার, ডা. প্রিতিশ তরফদার, ডা. পার্থ প্রতীম দেবনাথ, ডা. প্রকাশ দেবনাথ, ডা. চম্পক, ডা. কাজী আবু রাশেদ, ডা. রকিব, ডা. ফিরোজ ও ডা. মেহেদী হাসান সৈকত প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ডা. বাহাররুল আলম-ডা. তরুণ পরিষদের সভাপতি প্রার্থী ডা. শেখ বাহারুল আলম বাংলানিউজকে বলেন, আমি বিশ্বাস করি চিকিৎসকদের সঙ্গে আমার একটা আত্মীক সম্পর্ক এবং তারা সমর্থন করতে ভুল করবে না। সব সময় আমি চিকিৎসকদের মান-মর্যাদা সংরক্ষণ, পেশাগত উৎকর্ষ সাধন এবং চিকিৎসকদের পেশাগত উন্নয়নসহ বিভিন্ন আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আশা করছি ভোটাররাও বিষয়টি বিবেচনা করবেন।

ডা. কাজী হামিদ আসগর-ডা. মেহেদী নেওয়াজ পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী ডা. মো. মেহেদী নেওয়াজ বাংলানিউজকে বলেন, আমাদের প্যানেল অত্যন্ত সমৃদ্ধ। যেখানে খুলনার প্রথিতযশা চিকিৎসকরা রয়েছেন, যারা এতদিন চিকিৎসকদের জন্য রাজপথে দাঁড়িয়েছেন। আমি আশা রাখি চিকিৎসকরা ভুল করবেন না। আমাদের কাঙ্খিত বিজয় আমরা অর্জন করতে পারবো।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
এমআরএম/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।