ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

ঢামেক হাসপাতালে বন্দির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
ঢামেক হাসপাতালে বন্দির মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আজাহার আলী শিকদার (৬৫) নামে এক বন্দির মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই বন্দি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তাকে মানিকগঞ্জ কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে চিকিৎসার জন্য আনা হয়। ঢামেক হাসপাতালসহ আরও কয়েকটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে গত ১২ মার্চ তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে নিউরো সার্জারি বিভাগের আন্ডারে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধান অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

বন্দি আজাহার আলী শিকদারের কয়েদি নম্বর-২২৬২/এ। তার এনআই অ্যাক্ট মামলায় এক বছর সাজা ছিল। তিনি ঢাকার ধামরাই এলাকার বাসিন্দা ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।