ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩১, ৩১ আগস্ট ২০২৪, ২৫ সফর ১৪৪৬

জাতীয়

ফেনীতে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা-ওষুধ দিলো কোস্টগার্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
ফেনীতে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা-ওষুধ দিলো কোস্টগার্ড

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলার বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সুয়াইব বিকাশ এ তথ্য জানান।

তিনি বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার  ক্ষতিগ্রস্ত-অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন।

এরই ধারাবাহিকতায় ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয়ে কোস্টগার্ড পূর্ব জোন মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে ফুলগাজী উপজেলার আনুমানিক  ৯ শতাধিক অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেয়।

বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ কার্যক্রমে মেডিকেল দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মো. নাজমুল আক্তার ফেরদৌস।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।