ঢাকা, বৃহস্পতিবার, ২১ ভাদ্র ১৪৩১, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ত্রাণ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত চবি শিক্ষার্থীর দাফন সম্পন্ন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
ত্রাণ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত চবি শিক্ষার্থীর দাফন সম্পন্ন 

দিনাজপুর: বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশের দাফন সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে খানসামা উপজেলার ভাবকি ইসলামিয়া মাদরাসা মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।  

এর আগে বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে ঢাকা সিএমএইচ হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

তার আগে গত ২৭ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে ট্রাকে করে নোয়াখালীর সেনবাগের উদ্দেশে ত্রাণ নিয়ে যাওয়ার পথে মীরসরাই পার হওয়ার পর জোরারগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন ফাহিম।  

ফাহিম আহমেদ পলাশ খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের মুন্সি পাড়ার আক্কাস মিস্ত্রির ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।  

এছাড়াও ফাহিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিনাজপুর জেলা ছাত্রবন্ধন কমিটির সভাপতি ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।  

ফাহিম আহমেদ পলাশের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা ও জেলা প্রশাসন।  

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।