ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

রামগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
রামগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন চার জন।

রোববার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- রামগড়ের পাতাছড়া ইউনিয়নের থলিপাড়া এলাকার বাসিন্দা তাসলিমা আক্তার (২৮) ও মেয়ে তানহা (২)।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের ছেলে তানবিরও (৭)। এছাড়া আহত হয়েছেন রওশনারা বেগম (৩৩), মমতাজ বেগম (৫৮) ও মো. আজিজুল্লাহ (১৮)।

জানা যায়, বিকেলে রামগড় থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশায় জালিয়া পাড়ার দিকে যাচ্ছিল। পথে তৈচালা পাড়া নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাসলিমা ও তাঁর মেয়ের মৃত্যু হয়। আহতের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুজাজামান বলেন, ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়েছে। তাদের আটকের চেষ্টা করছি। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।