ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

দীঘিনালায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২২
দীঘিনালায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে বালু উত্তোলনের সরঞ্জামসহ বালু ভর্তি ট্রাক জব্দ করা হয়েছে।

শুক্রবার (০৮ এপ্রিল) দুপুরে দীঘিনালার হাচিনসনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা।

তিনি বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. নুর হোসেন নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তিন ট্রাক্টর চালককে ৫০০ টাকা করে মোট ১৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের সরঞ্জামসহ বালু ভর্তি ট্রাক জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২২
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।