ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
খাগড়াছড়িতে দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমার অনুকূলে বরাদ্দ থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (২৭ এপ্রিল) বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শাহিনা আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ক্রসাঞো চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে প্রায় ৩০০ পরিবারের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার তেল, ১০০ গ্রাম হলুদের গুঁড়া, ২০০ গ্রাম মরিচের গুঁড়া এবং ১০০ গ্রাম ধনিয়া গুঁড়া।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।