ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

শিশুকে উদ্ধারে নদীতে ঝাঁপ দিয়ে ডুবে গেলেন নিজেও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
শিশুকে উদ্ধারে নদীতে ঝাঁপ দিয়ে ডুবে গেলেন নিজেও

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে চেঙ্গী নদীতে ডুবে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।  

শনিবার (০৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- খাগড়াছড়ির শালবন এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. আলমগীর (২৬) ও শহরের গঞ্জপাড়া এলাকার নুর আলমের ছেলে মো. শামিম (৭)।

পুলিশ জানিয়েছে, নদীর পাড়ে খেলার সময় নদীতে পড়ে যায় গঞ্জপাড়ার নুর আলমের ৭ বছরের ছেলে মো. শামীম। তা দেখে শিশুটিকে বাঁচাতে নদীতে ঝাপ দেন দুই যুবক। কিন্তু তাদের মধ্যে একজন শিশু শামীমকে নিয়ে তীরে উঠতে পারলেও মো. আলমগীর (২৬) নামের ইট শ্রমিক পানিতে ডুবে যান এবং তার মৃত্যু হয়।  

পরে স্থানীয় বাসিন্দারা দু‘জনকেই উদ্বার করে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. দীপা ত্রিপুরা মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, মো. আলমগীর সাতার জানতেন না।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের ইচ্ছায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ০৯, ২০২২
এডি/এসএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।