ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভাগ্য ফিরেছে এসি মিলানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
ভাগ্য ফিরেছে এসি মিলানের এসি মিলানের গোল উদযাপন: ছবি-সংগৃহীত

জ্লাতান ইব্রাহিমোভিচ সান সিরোতে পা রাখার সঙ্গে সঙ্গে যেন পাল্টে গেছে এসি মিলানের ভাগ্য। চলতি মৌসুমে ধুঁকতে থাকা রোজোনেরিরা সব প্রতিযোগীতা মিলে এখন টানা পাঁচ ম্যাচ অপরাজিত। তার মধ্যে পেয়েছে টানা চার জয়। এবার মিলান ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ব্রেসিয়ার মাঠে।

সিরি’আ লিগে ১৯তম স্থানে থাকা ব্রেসিয়া অবশ্য ঘাম ঝরিয়ে ছেড়েছে স্তেফানো পিওলি’র শিষ্যদের। প্রথমার্ধে মিলানের সঙ্গে সমানতালে লড়াই করেছে তারা।

তবে দু’দল বিরতিতে যায় গোলশূন্য ব্যবধানে।  

দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড রেবিচের গোলে এগিয়ে যায় রোজোনেরিরা। এরপর সমতায় ফিরতে মিলানের রক্ষণভাগে বেশ জোরালোভাবে হামলা চালায় ব্রেসিয়া। কিন্তু শেষ পযর্ন্ত গোল শোধ দিতে পারেনি তারা।  

এই জয়ে ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে ওঠে এসেছে মিলান। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।