ঢাকা, বৃহস্পতিবার, ৩১ শ্রাবণ ১৪৩১, ১৫ আগস্ট ২০২৪, ০৯ সফর ১৪৪৬

জাতীয়

ফেনীতে ৬ আহত সাংবাদিককে জামায়াতের আর্থিক সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
ফেনীতে ৬ আহত সাংবাদিককে জামায়াতের আর্থিক সহায়তা

ফেনী: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় আহত ৬ সাংবাদিককে অনুদান দিয়েছে ফেনী জেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ফেনী প্রেসক্লাবে আহত সাংবাদিকদের হাতে এ অনুদান তুলে দেন জামায়াতে ইসলামীর জেলা আমির এ.কে.এম শামসুদ্দিন।

আহতরা হলেন বাংলা ভিশনের ফেনী জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম,  চ্যানেল ২৪ এর ফেনী জেলা প্রতিনিধি দিদার হোসেন স্বপন, সাপ্তাহিক ফেনী সমচারের সম্পাদক ও প্রকাশক মো.মুহিববুল্লাহ ফরহাদ, চ্যানেল আই এর ক্যামরাপারসন মো. কামরুজ্জামান, অনলাইন আজকের ফেনীর সম্পাদক আমজাদ হোসেন রুবেল, দৈনিক দিনকালের ফেনী জেলা প্রতিনিধি মফিজুর রহমান।

এ সময় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুফতি আবদুল হান্নান, প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম উপস্থিত ছিলেন।

জামায়াত নেতারা বলেন, দেশের সব ক্ষেত্রেই সাংবাদিকরা তাদের লিখনি দিয়ে দেশের মানুষকে আলোর পথ দেখিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেছেন। ফেনীতে আমরা ৬ সাংবাদিক আহত হয়েছেন বলে আমরা জেনেছি। সংগঠনের সাধ্য অনুযায়ী সামান্য অনুদান তাদের মাঝে বিতরণ করেছি।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।